সেদিনও এসেছিল বসন্ত
বুকে ছিল ভালবাসা - অফুরন্ত ;
তুমি আসবে বলে -----
এনেছিলাম ......ফুল - গোলাপ - কদম - কৃষ্ণচূড়া;
লিখেছিলাম.......গান ,কবিতা আর ভালোবাসার ছড়া-
তবুও এলে না
ভালোবাসা দিলে না.......।
আজও তুমি জেনে নাও
ভালোবাসা না দাও -শুধুই ভালবাসা নাও ।
আর কিছুই চাই না আমি ,
হাসিমুখে ব্যাথা দিলে তুমি ।
জানি তুমি-জানি আসবেই-ফিরে একদিন
মরণের আগে, পরে ,হয়তো কোনদিন ।
যদি তুমি ফিরে আসো -
কোনো এক শ্রাবণ মাসে ,
হয়তো আমার নয় -স্মৃতিগুলো পাবে পাশে।
Post a Comment